সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় দিঘীরহাট নূরানী ইসলামি একাডেমি হলরুমে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার কর্তৃক প্রাথমিক বৃত্তি (৫ম শ্রেণি) পরীক্ষার বৈষম্যমূলক এক প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি।
অথচ দেশের মোট প্রাথমিক শিক্ষার্থীর (৫ম শ্রেণি) প্রায় অর্ধেকই প্রাইভেট (কিন্ডারগার্টেন) প্রতিষ্ঠানে অধ্যয়নরত। আমরা সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মনে করছি সরকারের এমন সিদ্ধান্ত দেশের প্রায় অর্ধেক প্রাথমিক শিক্ষার্থীর মৌলিক অধিকারে সরাসরি আঘাত করেছে। এ সকল শিক্ষার্থী, অভিভাবক এবং কিন্ডারগার্টেন স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।
সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত, আইনের পরিপন্থি এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এসময় উপস্থিত ছিলেন সাপাহার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি,ইমাম আজম একাডেমির পরিচালক কাওছার হোসেন,সহ সভাপতি তিলনা আল ফালাহ একাডেমির শামসুল আলম,সাধারন সম্পাদক নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির পরিচালক এমদাদুল হক মিলন,আছিয়া সিদ্দীক এর মোশারফ হোসেন, হরিপুর আল হেরার ইমরান,এভার গ্রীন এর পরিচালক নবিবর রহমান,সিরাজ মডেল একাডেমির সিরাজুল ইসলাম,দিঘীর মডেল স্কুলের ফিরুজ কবির, সূর্যমুখী স্কুলের ফরহাদ, বিসমিল্লাহ শিশু একাডেমির পরিচালক রফিকুল ইসলাম,সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর পরিচালক সাংবাদিক গোলাপ খন্দকার,তিলনা মুসলিম একাডেমির পরিচালক ও গৌরীপুর স্কুলের পরিচালক সহ সকল কিন্ডারগার্টেন স্কুল উপস্থিত ছিলেন।