গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা সদর উপজেলায় সুদের টাকা আদায়ে ৭ মাস বয়সী এক শিশুকে আটকে রাখার iঅভিযোগে নারীসহ একই পরিবারের চারজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সদর উপজেলার কূপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকৃরা হলেন,দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা নেন। শনিবার সকালে প্রতিবেশী হিসেবে মতিনের ৭ মাসের কন্যা শিশুকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার। পরে শিশুটিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা। অভিযোগসূত্রে, শিশুটিকে আনতে মতিনের স্ত্রী পাঁচবার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে সুজা মিয়া ও তার পরিবার জানায়, টাকা পরিশোধ না করা পর্যন্ত শিশুকে দেওয়া হবে না। স্থানীয় ইউপি সদস্যের সহায়তাও ব্যর্থ হয়,উল্টো শিশুটির পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় শিশুটির মা ইসমোতারা বাদী হয়ে সুজা মিয়াসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন। শিশুটির মা ইসমোতারা বলেন,সুজা মিয়ার কাছ থেকে আমার স্বামী সুদের ওপর ৫০ হাজার টাকা নেওয়ায় এরকম কান্ড করে। সুজা ও তার লোকজনের কাছ থেকে বাচ্চাটিকে চাইলে সে মেরে ফেলার হুমকি দেয় আমাদের। তারা বলছে টাকা দে আগে না হয় বাচ্চা পাবি না।এদের উপযুক্ত বিচার চাই আমি।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার বলেন, সুদের টাকার জন্য ৭ মাসের একটি শিশুকে আটকে রাখায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।