জলঢাকা :
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি ও গুড় উৎপাদনের অভিযোগে নীলফামারীর জলঢাকা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) উপজেলার খুটামারা ইউনিয়নের এ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। অভিযানকালে দেখা যায়, খাবার তৈরির ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা পরিবেশে মুড়ি ও গুড় প্রস্তুত এবং প্রসেসিং করা হচ্ছিল।
বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বিবেচনায় এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর গুড় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানার মালিককে সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে একই অপরাধ করলে কঠোর শাস্তির পাশাপাশি কারখানা সিলগালা করা হবে। পরিবেশ উন্নয়নের জন্য তাকে নির্দেশনাও দেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।