জলঢাকা:
নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। কেন্দ্রীয় সভাপতি মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছাঃ আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গণি আনুষ্ঠানিকভাবে এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে দৈনিক বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রাজ পুনরায় সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মোঃ রিয়াদ ইসলাম কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি এমদাদুল হক সাজু,সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শান্ত,সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম,দপ্তর সম্পাদক হারুন রশিদ কাজল,ক্রীড়া সম্পাদক সেরাজুল ইসলাম,প্রচার সম্পাদক ভবদিশ চন্দ্র,সদস্য বিধান চন্দ্র, হাবিবুর রহমান বুলেট, এহছান এলাহী, খোরশেদ আলম প্রমুখ। এছাড়া সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জলঢাকা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতিকে সংস্থার সকল পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং সমাজের ন্যায়ের পক্ষে কলম চালানোই আমাদের মূল লক্ষ্য। আমরা সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে জলঢাকার সাংবাদিক সমাজের উন্নয়নে কাজ করে যাব।”