টাঙ্গাইল প্রতিনিধিঃ
গাজীপুরে নির্মম হত্যাকান্ডের স্বাধীকার, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মোড়ে এক মানববন্ধন করেছে নাগরপুরের সাংবাদিকরা। ৯ আগষ্ট শনিবার দুপুরে উপজেলা মোড়ে নাগরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকগন গত দুদিন আগে নির্মমভাবে হত্যাকান্ডের স্বীকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জসিউর রহমান (লুকন), সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, সহ সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য মো. হালিম মিয়া, মো. শুকুর আলী, সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, নয়া দিগন্তের নাগরপুর সংবাদদাতা মো. তারিকুল হাসান তারেক, দৈনিক সংগ্রামের নাগরপুর প্রতিনিধি এম এ মান্নান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের উপর ক্রমাগতভাবে মামলা, নির্যাতন, মারপিট, হত্যার ঘটনা দেশ-বিদেশে, বাংলাদেশ সরকারের আইনের শাসন ও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশে ঘটে যাওয়া সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সাংবাদিকরা। এভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চলতে থাকলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে। তাই সাংবাদিক সুরক্ষা আইন ও বেতন ভাতা, বীমা সহ সকল সুযোগ-সুবিধার আইন দ্রুত প্রনয়ণ ও কার্যকর করার দাবি জানিয়েছেন।