প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি শাফিজল হক মাতাব্বরের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতবর ও সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েতের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এতে ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে,আপনার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, বার বার আপনাকে সতর্ক করার পরও আপনি সংশোধন হন নাই। যাহা দলীয় ভাবমুর্তিকে চরমভাবে ক্ষুন্ন করেছে। এ ধরণের গুরুতর কর্মকান্ডের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি পদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো ও পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, কাচিয়া ইউনিয়নে একাদিক জমি দখল,বাজারের বহুতল ভবন দখল বিচার সালিশির নামে ভুক্তভোগীদের হয়রানি, মামলা বানিজ্যসহ একাদিক অভিযোগ রয়েছে। তার পদ স্থগিত করার খবর শুনে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
সাধারণ মানুষ বলেন ধন্যবাদ জানাই দৌলতখান ও বোরহানউদ্দিন অভিভাবক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিম ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার কে। এ বিষয়ে শাফিজল মাতব্বরের সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।