দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মৌলভীবাজার প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনকে ‘বিজয় উৎসব’ হিসেবে উদযাপন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এ উপলক্ষে বুধবার (৬ই আগস্ট) বিকেলে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়, যা বিগত দেড় দশকে এ জেলায় দলটির সবচেয়ে বড় জমায়েতে পরিণত হয় যা চোঁখে পড়ার মত।

বিকেল ৫টায় শহরের এসআর প্লাজার সম্মুখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, একটা বছর দেখতে দেখতে চলে যাওয়া স্বৈরাচারী হাসিনার এক বছর পলায়নের দিন উদযাপন করছি আমরা। তার সাড়ে পনের বছরের শাসনামলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ছাত্র-জনতা এবং বিএনপি’র সক্রিয় ভূমিকায় স্বৈরাচারকে বিতাড়িত করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতের দালাল হিসেবে সাড়ে পনেরো বছর এদেশে রামরাজত্ব কায়েম করেছিল। এদেশে আওয়ামী লীগের রাজনীতি ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে শেষ করে দেব।

” তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ যে একটা গুন্ডা-মাস্তান গুম খুন এর পার্টি দেশের জনগণ তা চৌদ্দশ মানুষের মৃত্যু ও বিশ হাজার মানুষের আহতের পর বুঝতে পেরেছে। আর তাদের অপকর্মের নেত্রী ছিল গুন্ডাদের হেডকোয়ার্টার। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩৩টি শিশুসহ প্রায় চৌদ্দশ মানুষের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে নাসের রহমান বলেন, আহতদের পাশে আমাদের নেতা তারেক রহমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় এলে তাদের সুস্থতার জন্য আরও বেশি সহযোগিতা করা হবে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের উপস্থাপনায় শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান ও আলহাজ্ব আব্দুল মুকিতসহ জেলা ও উপজেলার অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এর আগে, বিকেল তিনটা থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় আনন্দের সহিত অংশ নেন। শোভাযাত্রার অগ্রভাগে থাকা কয়েকটি ভ্যানগাড়িতে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের বিশাল ছবি সম্বলিত শোভা পায়।

এছাড়া, গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয় শিশু—আব্দুল আহাদ, সাফয়াত সামির, রিয়া গোপ, জাবির ইব্রাহিম, রাকিব হাসান ও হোসেন মিয়ার ছবি সম্বলিত বিলবোর্ড সকলের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই বিশাল সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত দেখা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version