দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও এনটিভির নিজস্ব প্রতিবেদক ভজন দাশের সভাপতিত্বে ও সাংবাদিক মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, একুশে টিভির নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, আমাদের সময়ের প্রতিনিধি আজহারুল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মীর মনিরুজ্জামান, বৈশাখী টিভির প্রতিদিধি মাকসুদুল ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শ্যামল সরকার, কাল বেলার প্রতিনিধি রানা আকন্দ, সকালের সময়ের প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

পল্লব চক্রবর্তী বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিভিন্ন সময় সাংবাদিকদের হত্যাসহ তাঁদের ওপর হামলা-নিপীড়নের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেয়ায় এমন ঘটনা ঘটছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি।

আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তাঁকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় পুলিশ মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত নয়জনকে আটক করে। ঘটনার পরদিন শুক্রবার সকালে নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version