নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। এই হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (১০ আগস্ট) নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।
উপজেলা পরিষদ গেটের সামনে পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে বেলা সাড়ে ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক সংলাপ পত্রিকার জেলা প্রতিনিধি নুরুদ্দিন মন্ডল দুলাল, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ, দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক আজকের খবর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ, দৈনিক মাটি ও মানুষ উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ইকরা প্রতিদিন উপজেলা প্রতিনিধি আল আমিন শেখ, দৈনিক জয়সাগর উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান, ময়মনসিংহ সমাচার উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান ও মো. খোকন মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা ও হত্যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য এক বড় হুমকি। সাংবাদিকেরা যখন সত্য তুলে ধরেন, তখন তাদের জীবন ঝুঁকিতে পড়ে- এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় স্বাধীন গণমাধ্যম এবং মানুষের বাকস্বাধীনতা মারাত্মকভাবে ব্যাহত হবে।
উল্লেখ্য, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় দেশজুড়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।