মৌলভীবাজার প্রতিনিধি:
শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াই, সমতায় গড়ানো ম্যাচ, তারপর সাডেন ডেথের নাটকীয়তা—এভাবেই মরহুম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কালাপুর ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ছিনিয়ে নিল শিরোপা।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়ন। খেলা শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় সদর ইউনিয়ন। তবে মুহূর্তেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে কালাপুর ইউনিয়ন। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাসুক মিয়া জনির গোলে আবারও এগিয়ে যায় সদর ইউনিয়ন। কিন্তু হাল ছাড়েনি কালাপুর ইউনিয়ন, চমৎকার নৈপুণ্যে সমতায় ফেরে তারা। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ২-২।
ট্রাইব্রেকারে প্রথম পাঁচটি শট থেকেও ফলাফল নির্ধারণ না হলে (৩-৩) ম্যাচ গড়ায় সাডেন ডেথে। আরও তিনটি শটের পর ৫-৪ গোলে জয় নিশ্চিত করে সদর ইউনিয়ন।
ট্রাইব্রেকারে প্রথম পাঁচটি শট থেকেও ফলাফল নির্ধারণ না হলে (৩-৩) ম্যাচ গড়ায় সাডেন ডেথে। আরও তিনটি শটের পর ৫-৪ গোলে জয় নিশ্চিত করে সদর ইউনিয়ন।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক বিশাল হরিজন। খেলা শেষে পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকি, মোছাব্বির আলী মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন ও সকিনা সিএনজি ও ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শের আলী হেলাল চৌধুরী প্রমুখ।