নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ট্রেনে চাঁদা তুলতে বাঁধা দেয়ায় তৃতীয় লিঙ্গের নেতাদের উপর মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কারাগারের সন্নিকটে নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের চলিশাকান্দা এলাকায় ১০ উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
এ সময় তৃতীয় লিঙ্গের শতাধিক সদস্যের উপস্থিতিতে লতা, স্বর্ণা, কমলাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সদস্যদের নামে ট্রেনে চাঁদা তুলে আসছিল একটি চক্র। একাজে বাঁধা দেয়ায় ওই কুচক্রী ও স্বার্থান্বেসী মহল এই সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব মানহানীকর অপপ্রচারের প্রতিবাদে ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।