দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় ৫ আগস্টের র‍্যালিতে খোকন আহমেদ নামে একজন পলাতক আসামিকে দেখা গেছে।

সরকারি চাল নিজের গুদামে অবৈধভাবে মজুদ রাখার মামলায় বিএনপি নেতা খোকন আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশের খাতায় তিনি পলাতক আসামি।

পলাতক আসামি হয়েও প্রকাশ্য মিছিলে অংশ নেওয়ার এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মো. খোকন আহমেদ (৫০) কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি। তিনি কেন্দুয়া পৌরসভার বাদে আঠারো বাড়ি এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় তাঁর মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয়রা জানান, সরকার বাদী মামলার আসামি হলেও খোকন আহমেদ বিএনপি নেতা হওয়ায় পুলিশ তাঁকে ধরছে না। অনায়াসে তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন। পুলিশ দেখেও না দেখার ভান করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে খোকন আহমেদকে গতকাল ৫ আগস্টের বিজয় র‍্যালিতে সামনের সারিতে ব্যানার হাতে দেখা গেছে। ওই মিছিলে তার কাছাকাছি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা খোকন আহমেদ গণমাধ্যমকর্মীকে বলেন, গতকাল ৫ আগস্ট বিজয় র‍্যালিতে ছিলাম। আজকেও জেলায় রয়েছি। তবে জামিন নিয়েছেন কিনা এমন প্রশ্নে কিছুটা নিরব থেকে বলেন, এ বিষয়টা পরে জানানো।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, খোকন আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি জামিন নেননি, পলাতক রয়েছেন। তিনি গতকালের র‍্যালিতে ছিলেন এটা আমাদের চোখে পড়েনি।

জানা গেছে, গত ২০ জুন রাত ৮টার দিকে গোপন সংবাদে কেন্দুয়া পৌরশহরের আঠারো বাড়ি এলাকায় খোকনের মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্সে অভিযান চালায় সেনাবাহিনী। গুদাম থেকে অবৈধভাবেই মজুদ করা ৩০৪ বস্তা আতব চাল জব্দ করা হয়, যার ওজন প্রায় ১৩ হাজার ৮৫৪ কেজি। এসব চালের বাজারমূল্য আনুমানিক পাঁচ লাখ ৫৪ হাজার ১৬০ টাকা। অভিযানের সময় খোকন আহমেদকে একাধিকবার মোবাইল ফোনে কল করে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন।

এ ঘটনায় আদালতে নির্দেশে ১ জুলাই খোকনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। তারপর থেকে তিনি এলাকায় ঘোরাঘুরি করলেও অদৃশ্য কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। গতকাল ৫ আগস্টের মিছিলে তাকে সামনে সারিতে দেখা যায়। এতে এলাকায় নানা সমালোচনা সৃষ্টি হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version