দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি, নাজিরপুর ও চন্ডিগড় ইউনিয়নের সাধারণ জনগণ মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে এক মানবিক ও প্রতিবাদী স্মারকলিপি প্রদান করেছেন। সম্প্রতি এই তিন ইউনিয়নের মানুষ বাঁধ অপসারণের বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বাঁধটি অপসারণের পক্ষে ড. এমরান হোসেন কর্তৃক প্রেরিত আবেদন ও পানি উন্নয়ন বোর্ডের একতরফা প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নেন তিন ইউনিয়নের বাসিন্দারা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন তিন বিশিষ্ট প্রতিনিধি মোফাক্কারুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ও ছগীর আহমেদ সাগর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাঁধটি ওই তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের জীবন, কৃষি ও সম্পদের প্রধান আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ। বাঁধটি ভেঙে দিলে বসতবাড়ি, স্কুল-কলেজ, বাজার-ঘাট ও মসজিদ-মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা চিরতরে বিলীন হয়ে যেতে পারে।

তারা অভিযোগ করেন, কোনো অংশগ্রহণমূলক পরিকল্পনা বা গণশুনানি ছাড়াই পানি উন্নয়ন বোর্ড একতরফাভাবে একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে। যা স্থানীয় জনগণের মতামতের পরিপন্থী। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বাঁধ অপসারণ হলে পুরো এলাকার মানুষ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। এ দাবির সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়; এটি সাধারণ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট একটি মানবিক দাবি।

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। তা হলো- পাউবোর প্রতিবেদন বাতিল করে স্থানীয় জনগণের অংশগ্রহণে নতুন করে তদন্ত পরিচালনা, মাঝিবাড়ী বাঁধ অপসারণ নয় বরং রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, অবিলম্বে বাঁধ সংস্কার কাজ শুরু এবং টেকসই ও দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা গড়ে তোলা।

স্মারকলিপি প্রদানকারীরা জেলা প্রশাসনের প্রতি আস্থা রেখে বলেন, মাননীয় জেলা প্রশাসক আমাদের শেষ ভরসা। আশা করি, আপনি জনগণের পক্ষে অবস্থান নিয়ে বাঁধ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version