নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে চার জন শহীদ হয়েছেন। নতুন প্রজন্মের কাছে তাদের স্মৃতি ধরে রাখতে শহীদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সন্ধ্যায়, সুসঙ্গ করকারি মহাবিদ্যালয় মাঠে শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এম এস এস স্পোর্টিং ক্লাব ও ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক মালিক সমিতি ক্লাব। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করেন এম এস এস স্পোর্টিং ক্লাব।
শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও রার্নাস আপ দলের হাতে রৌপ্য কাপ তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনজুরুল হক মঞ্জু, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর, বিএনপি নেতা ফারুক মড়ল, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কমল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সজীব, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান মুক্তাদির, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
খেলায় আয়োজক কমিটিতে ছিলেন, শহীদ উমর ফারুক বøাড ডোনার সোসাইটির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, সংগঠনের উপদেষ্টা ও দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, সাবেক পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজিজুল হক আজিজ, ছাত্র প্রতিনিধি রাতুল খান রুদ্র, সংগঠনের উপদেষ্টা মাসুম বিল্লাহ অভি, শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক আশিক এলাহী, সদস্য আল আমিন শেখ লাবীব, শাহীন আলম, মেহেদী হাসান।
আয়োজকরা জানান, দুর্গাপুরের চার শহীদ উমর ফারুক, জাকির হোসেন, সাইফুল ইসলাম সেকুল, মাসুম বিল্লাহ তাদের আত্মত্যাগ কে স্মরণ করে রাখতে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চেতনা জাগিয়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শহীদদের স্মরণে পরবর্তিতে আরো নতুন নতুন কার্যক্রম হাতে নেয়া হবে।