নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তদের ধারারো অস্ত্রের আঘাতে নেত্রকোনায় মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক জেলার পুর্বধলা উপজেলায় নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
বুধবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। এরআগে গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার হতে বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে বাজার একদল দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। কাকনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ককনের মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৃতদেহ মমেক হাসপাতাল হয়েছে। সেখানে ময়না তদন্ত সম্পন্ন হবে।