সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখা ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত। ৫ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গন হতে আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে এসে শেষ হয়।এসময় সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুণের এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বাঙলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।