আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ দুই সাহসী তরুণের স্মরণে নেত্রকোনার আটপাড়ায় শ্রদ্ধা নিবেদন করেছে আটপাড়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার শহীদ সাব্বির ইসলাম ও শহীদ রুখতন মিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।
একইসাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা জামায়াত আমির হোসাইন আহাম্মদ একদিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন আটপাড়ার সাব্বির ইসলাম ও রুখতন মিয়া, যাঁদের আত্মত্যাগ গর্বের সাথে স্মরণ করে উপজেলাবাসী।