স্টাফ রিপোর্টার:
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থানে আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান জানানো ও নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ৫ আগষ্ট ( মঙ্গলবার) সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে । এ সময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য জুলাই গনঅভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। তাদের কথা স্মরণ করেই একটি সুন্দর দুনীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
বক্তারা আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে গণতন্ত্রে পুনরুদ্ধার আন্দোলন চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অভুত্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে জীবন উৎসর্গ করেছেন। তাদের সাহসিকতা ও আত্মদানকে স্মরণ করে আমদের এগিয়ে যেতে হবে। সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পন করা হয়েছে। শহরে একটি শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান উপদেষ্টা মহোদয়ের ভিডিওবার্তা প্রদর্শন করা হয়।
পরে জুলাই শহীদ পরিবারের স্মৃতি চারন ও সম্মিলন অনুষ্ঠিত হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান নিহত ও আহত পরিবারের মাঝে সম্মাননা প্রদান, জুলাই গ্রাফিতি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ, সিভিল সার্জন জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। স্মৃতি চারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এম ডি ওসমান গণি, বারী সিদ্দিকী, ফয়সল আহমদ, জহুর মিয়া, রিপন মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরুধা রাণী রায়, সহকারি কমিশনার (সাধারণ শাখা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান) নাসরিন আক্তার, পিপি অ্যাড মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ জেলা বিএনপির সেলিম উদ্দিন, সাংবাদিক পংকজ কান্তি দে, আমিনুল হক, শহীদনুর, যুবদলের শাহ আলম।