টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, খেলাফত মজলিশ, ইসলামি আন্দোলন নাগরপুর উপজেলা শাখা ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল বিজয়ের র্যালি করেছে। ৫ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী দলে দলে মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে এসে একত্র হয়। নাগরপুর উপজেলা বিএনপির’র সন্মানিত সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দলীয় বিজয় র্যালিতে যোগ দেন।
এভাবে, নাগরপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একে একে মিছিল নিয়ে সমাবেত হয় কলেজ মাঠে। মিছিল নিয়ে ইসলামি আন্দোলন নাগরপুর উপজেলা শাখা, খেলাফত মজলিশ নাগরপুর উপজেলা শাখা নাগরপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিএনপির পৃথকভাবে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেষ্টুন, ধানের শীষ, দলীয় পতাকা নিয়ে উপজেলা চত্বর ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে পুনরায় মিলিত হয়।
র্যালি ও মিছিল শেষে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে এ উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ আসেন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন প্রার্থী সহ নাগরপুর উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।