দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

জুলাই–আগস্ট ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ মহাশ্বশ্বান পৌর বাস টার্মিনাল থেকে একটি বিজয় মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চরহোসেনপুর গো-হাটা বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্য আমিরুল ইসলাম ভুঁইয়া মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিজয় মিছিল ও সমাবেশে উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। লাল সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় স্লোগানে প্রকম্পিত হয় ঈশ্বরগঞ্জের রাজপথ।

বিজয়ের এক বছর পূর্তির উৎসবে বৃহৎ এ দলের নেতাকর্মীদের সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা। দুপুর থেকে বিভিন্ন যানবাহনে চড়ে দলে দলে হাজার হাজার নেতাকর্মীরা উপজেলায় জড়ো হন। মিছিল শেষে সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত ১৭বছর যাবত বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে।

বহু নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুন হয়েছে, অনেকেই পঙ্গুত্ববরণ করেছে। তবে আমাদের নেতাকর্মীরা পালিয়ে যায় নি। যখন যে কর্মসূচি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করেছে। ২৪শের জুলাই আন্দোলনে আমাকে ফ্যাসিস হাসিনার তৈরী আয়না ঘরে বন্ধী করে রাখা হয়েছে। সেখানে আমার উপর অমানষিক নির্যাতন করা হয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ও দেশের সাধারণ মেহনতী মানুষের আন্দোলনে অবশেষ শেখ হাসিনার পতন হয়েছে। একটি দেশের সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ আন্দোলন কারও একক দায়-দায়িত্ব বহন করে না। এ আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। তিনি আরো বলেন, ১৭ বছর একটা বর্বরতা যুগ ছিল। প্রতিহিংসা, হিংসাত্মক মনোভাব নিয়ে দূর্বৃত্তায়ন, দুর্নীতি-দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল। যা প্রত্যেকটা মানুষ রন্দ্রে রন্দ্রে টের পেয়েছে। মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুনের মাধ্যমে একটা আইয়ামে জাহিলাতের যুগ স্থাপন করেছে।

বর্বরতা-প্রতিহিংসা ও অত্যাচারের যুগে পরিণত করা হয়েছে। আমরা আজ সবাই একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যটা কঠিন, এই ঐক্যটা ধরে রাখতে হবে। একটি গুষ্ঠি আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। কারণ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, গুমের শিকার হয়েছি। এরপর আমাদের বিজয় এসেছে। আমাদের ত্যাগকে কেউ কেড়ে নেবে, তা কোনদিন হতে দেবো না-ইনশাআল্লাহ। তারেক রহমান অচিরেই দেশে আসবেন, মনোবল রাখুন, সাহস রাখুন।

আগামি দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দেবে। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন। উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি’ বলেন, দেশের মানুষ দীর্ঘদিন শেখ হাসিনার সরকারের দমন-পীড়নের শিকার হয়েছিল। কিন্তু গণজাগরণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষ সেই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নতি নিশ্চিত হবে, সন্ত্রাস হবে না।

দুর্নীতি হবে না। আমরা বাংলাদেশে কোন অনিয়ম এবং দুর্নীতি করতে দেবো না। তারেক রহমানের নেতৃত্বে আমাদের আশা-আকাঙ্খার বাংলাদেশ গড়ব। তাই এখন দরকার নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের মার্কা ধানের শীষ। আমরা আগামী দিনে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র নেতৃত্বে ঈশ্বরগঞ্জ আসনটি বিপুল ভোটে নির্বাচিত করে বিএনপিকে উপহার দিবো। আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন। সমাবেশের অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, রুহুল আমীন মাষ্টার, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহ্ জাহান কবীর সাজু, শাহ্ জাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আবেদীন জায়েদী প্রমুখ। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত করেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্য ছিল শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্থবক অর্পন, আনন্দ মিছিল, ও পুরস্কার বিতরণ। দুপুরের পর থেকে শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের আনন্দ, বিজয় ও গণমিছিল।

আনন্দ আর বিজয়ের উল্লাসে ভরে ওঠে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রতিটি রাস্তাঘাট। শহরের জুড়ে সড়কে চলছিল স্লোগান আর স্বৈরাচার বিরোধী প্রতিবাদের ঢেউ। বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ’র নেতৃত্বে সমাবেশ ও গণমিছিল মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version