নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের উদ্যোগে এক স্মৃতিসম্মান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ২টায় কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক আহাদ।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কবির প্রমুখ।
বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। এ ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া কর্মসংস্থানের যথাযথ সুযোগ নিশ্চিতকরণ, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়নসহ শিক্ষার বাজেটে যথাযথ বরাদ্দের আহ্বান জানানো হয়।
সমাবেশে নেতারা আরও বলেন, প্রগতিশীল আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্র, শিক্ষা ও শান্তির প্রশ্নে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুর্গাপুর উপজেলা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।