নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঁইয়ার হুশিয়ারি- “গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ বিন্দু রক্তও দিতে প্রস্তুত”
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে বিজয় মিছিলটি কেন্দুয়া পৌর শহরের খাদ্যগুদাম এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খাদ্যগুদাম মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে আমরা আজ এই বিজয় মিছিল করেছি। বিএনপি জনগণের দল, এই দলই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গর্বের ইতিহাস। আজকের এই বিজয় মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন প্রেরণা জোগাবে। নেতাকর্মীদের বলবো, বাধা-বিপত্তি উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। প্রয়োজন হলে শেষ বিন্দু রক্তও আমরা দেব।
এ সময় আরও বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া অপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাফিন আহমেদ ভূঁইয়া প্রিন্স প্রমুখ।
বিজয় মিছিল ও সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
পথজুড়ে ছিল স্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড আর গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। পুরো শহর যেন বিএনপির রাজনৈতিক চেতনায় মুখর হয়ে ওঠে।