নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের পতনের দিবস স্মরণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
তিনি বলেন, ৫ আগস্ট সাধারণ মানুষের ইতিহাসের দিন। এই দিনে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনের মুখে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। এ বিজয় গণতন্ত্রকামী জনতার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখন সময় এসেছে বৃহত্তর জাতীয় ঐক্যের। এক দফা, এক দাবি- এই সরকারকে বিদায় দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কোনোক্রমেই থেমে যাবে না।
বৃষ্টিভেজা বিকেলেও নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। মিছিলজুড়ে ছিল বিজয়ের উল্লাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের দৃপ্ত প্রত্যয়। এই দিন কেন্দুয়া পৌর এলাকা জুড়ে ছিল জাতীয়তাবাদী গর্জন ও জনগণের দাবিতে উচ্চকিত স্লোগান।