দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপি এ কর্মসুচী পালিত হয়।

এ উপলক্ষে সকাল থেকে পৌরশহরের শহীদ সন্তোষ পার্ক মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা জড়ো হয়। পরবর্তিতে এক বিশাল আনন্দ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, উপজেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ্, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপি নেতা ও সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, উপজেলা যুবদলে সদস্য সচিব ইউসুফ খান, পৌরযুবদলের সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন শাওনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন। বিজয়ের এক বছর পূর্ণ হলেও প্রত্যাশা পূরণে এখনও অনেক ঘাটতি আছে। রাষ্ট্রের সকল সেক্টরে সংস্কার চলছে, সামনে জাতীয় নির্বাচন, আমাদের সকলকে সজাক থাকতে হবে। এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এখনো অনেক কিছু অর্জিত হয়নি, তবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ্।

আলোচনা শেষে, দুর্গাপুর উপজেলা থেকে যে চারজন শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারত করা হয় এবং দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version