নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় নেত্রকোনা কালেক্টরেট মাঠ থেকে মিছিল উত্তর সমাবেশ শেষে মিছিলটি শহরের শহীদ মিনার, ছোট বাজার, বড় বাজার হয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেনন।
এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ডাকে হাজার মানুষ জীব দিয়েছে। এখনো রক্তের দাগ শুকায়নি। অথচ আমরা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। এই বিপ্লবের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যারাই ঐক্য বিনষ্ট করতে চায়, তারা নতুন বাংলাদেশ চায়না। এদেশের মানুষ নতুন কোন ফ্যাসিবাদ তৈরি হতে দিবেনা। বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।