নিজস্ব প্রতিবেদক: গত বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে চার জন শহীদ হয়েছেন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে উপজেলার সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় “জুলাই গণভ্যুত্থান দিবস” উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দো‘আ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মো. মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, চার শহীদদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
জুলাই গণভ্যুত্থানে দুর্গাপুর উপজেলা থেকে যারা শহীদ হয়েছেন তারা হলেন, শহীদ উমর ফারুক (২৫), শহীদ জাকির হোসেন (২৪), শহীদ সাইফুল ইসলাম (৩২) এবং শহীদ মাসুম বিল্লাহ (২৪)।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আপনারা জানেন ৫ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস। জুলাই আন্দোলনে দুর্গাপুর উপজেলার বাসিন্দা যারা আন্দোলনে শহীদ হয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রত্যেক শহীদদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করছি। শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।