কে. এম. সাখাওয়াত হোসেন: পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলমগীর হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কমটখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে গত সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ র্যাব-১৪ ও উত্তরা র্যাব-১ কর্তৃক যৌথ অভিযানে আলমগীর হোসেনকে ঢাকার তুরাগ থানাধীন বাউনিয়া মেইন রোডস্থ বটতলা এলাকা হতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ঘটনার চার মাস আগে থেকে অভিযুক্ত আলমগীর হোসেন মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেনীতে অধ্যায়নরত ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গত ৭ ফেব্রুয়ারী আলমগীরের বাবা-মা ও ভাই-বোন আত্মীয়ের মৃত্যু বার্ষিকীতে চলে যায়। এদিন এই সুযোগে বেলা ৩টার দিকে ভুক্তভোগী নাবালিকাকে ফুসলিয়ে আলমগীর তাদের বসত ঘরে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভনে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনার পর ভুক্তভোগী বাবা বাদী হয়ে গত ২৮ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। নারী ও শিশু দমন আইনে মামলা রুজুর পর র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামি আলমগীরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।