আটপাড়া( নেএকোণা) প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার আটপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী পালন করেছেন- হিউস্টন,টেক্সাস, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও নিউইয়র্ক স্টেট কমিটির সদস্য মোহাম্মদ বশির।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ বশির বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না। তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এ ধরনের নেতাকর্মীরা মনোনয়নের বাইরে থাকবেন। বিএনপি জনগণের দল, ক্ষমতার জন্য নয়; মানুষের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির রাজনীতি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বছরের পর বছর বিএনপি নেতাকর্মীদের মামলা, হামলা, গুম, খুন ও নির্যাতন করেছে। কিন্তু তারেক রহমান ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি দীর্ঘ ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। মোহাম্মদ বশির আরও বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।
বিএনপির শক্তি জনগণ। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি জানা গেছে, ৪ আগস্ট সোমবার সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ঐহিত্যবাহী তেলিগাতি বাজারের বিভিন্ন অলিগলিতে জনসংযোগ করেন এবং সাধারন জনগনের হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান তালুকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।