দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটায় এক মাদক সেবির হামলায় বিজয় কৃষ্ম হালদার (৭০) নামের এক প্রবীণ শিক্ষক গুরুতর আহত হয়েছে। হামলার সময় শিক্ষকের বসত ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। তাকে (আহত শিক্ষক) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমানে তিনি একজন পল্লী চিকিৎসক। গতকাল সোমবার বেলা সাড়ে ৯টার দিকে পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের রুপধন বাজারে তার প্রতিবেশী ইদ্রিস মুন্সী (৪০) নামের এক যুবক এই হামলা চালায়। পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষক অভিযোগ করেন, তিনি রুপধন মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর নেয়ার পর পল্লী চিকিৎসক হিসাবে তার নিজ গ্রাম রুপধন বাজারে নিজ বাসায় চেম্বার করে লোকজনদের ফ্রি চিকিৎসা প্রদান করেন। ৪/০৮/২৫ সোমবার রাত ১২টার দিকে ইদ্রিস মুন্সী তার কিছু লোকজন নিয়ে বিজয় কৃষ্ম হালদারের বাসায় আসেন। এবং ইদ্রিসের মা অসুস্থতার কথা বলে শিক্ষককে ইদ্রিস তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় ইদ্রিসের কথাবার্তা অসংলগ্ন দেখে গভীর রাতে ইদ্রিসের সাথে তার বাড়িতে যেতে অস্বীকৃতি জানায়। এতে ইদ্রিস ক্ষেপে গিয়ে শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেয়। পরে গতকাল (সোমবার) সকালে ইদ্রিস শিক্ষকের বাড়িতে এসে তাকে মারধর করে ২ হাত ভেঙ্গে দেয় এবং ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়। স্থানীয় জালাল বিশ্বাস জানান, ঘটনার সময় আমরা ইদ্রিসকে থামানোর চেষ্টা করছি।

ইদ্রিস মাদক আসক্ত হওয়ায় বেপরোয়া ছিল। হাতে মোটরসাইকেলের হ্যান্ডেলের রড (জাম্পার) দিয়ে পিটিয়ে স্যারের দুই হাত ভেঙ্গে দিয়েছে। এবং ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল তা ভেঙ্গে তছনছ করেছে। সে মাদকের পাইকারি ডিলার হিসাবে এলাকায় পরিচিত। এধরনের ঘটনা সে নিয়মিত করে থাকে।

আমরা এই শিক্ষকের ওপর হামলার কঠোর বিচার দাবী করছি। তিনি আরো বলেন, এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে ইদ্রিসকে ধরতে গেলে সে খাল সাতার কেটে পালিয়ে গেছে বলে জানান। পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি দুঃখজনক। আসামী গ্রেপ্তার করতে আমদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version