ববি প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত উজিরপুর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (২ আগস্ট ) সাবেক সভাপতি মো:আরাফাত ইসলাম ও সাধারন সম্পাদক মো:জিহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে আইন বিভাগের ২০২০-২১শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম ওয়াহিদুর রহমান সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটির অন্যান্য সদস্যা হলেন, সহ-সভাপতি:হৃদয় ইসলাম,সৌরভ রাজ,সাব্বির হোসাইন, পলাশ মজুমদার, অয়ন বাহাদুর। যুগ্ম সাধারণ সম্পাদক:শাহাদাত আসলাম,নুসরাত জাহান, চয়ন,নাদিম,জিদান,সানজিদা আফরিন রিতু। কোষাধ্যক্ষ:তন্ময় বিশ্বাস ও সহ-কোষাধ্যক্ষ:রোমান ও কাজি সাকিল।
সাংগঠনিক সম্পাদক:সাঈদ হাসান ও সহ সাংগঠনিক সম্পাদক:মেহেদি,সুমাইয়া তানজিম,সাজিদ হোসাইন,রাতুল,ইমন আকন,আফিয়া ফাহমিদা। ক্রিয়া সম্পাদক:আশরাফুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক:জাকিয়া জাইফা ও আমরিন লিনাথ। প্রচার সম্পাদক:রাহাত ব্যাপারি,ইমন ও শান্ত মোল্লা।
নবর্নিবাচিত সভাপতি ওয়াহিদুর রহমান তার বক্তব্য উজিরপুরের শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কমিটির মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক সেবা নিশ্চিত, উজিরপুরের মানুষের অধিকার রক্ষার্থে সোচ্চার থাকা ও সর্বতোভাবে উজিরপুরের শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাদমান শাহরিয়ার বলেন,আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সম্বলিত এই ছাত্রকল্যাণ পরিষদের অগ্রগতি বজায় রাখিব ইনশাআল্লাহ। সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে দিয়ে উজিরপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষার্থীদের জন্য সাবলিল পড়াশোরার পরিবেশ গড়তে আমরা সর্বদা অঙ্গিকারবদ্ধ। উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠিতপর থেকেই ববিস্থ উজিরপুরের সকল শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।