স্টাফ রিপোর্টার :
ডাচ্-বাংলা ব্যাংক’র অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের আয়োজনে ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও এর দুর্বাকান্দা গ্রামে দিনব্যাপী চক্ষু ক্যাম্পঅনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র সভাপতি মো.বুরহান উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী মো.দারগা আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো.আমিনুল হক, জনতা চক্ষু হাসপাতালের ম্যা নেজিং ডাইরেক্টর মোঃ মশিউর রহমান, ডাইরেক্টর (এফ এন্ড এ) শ্যা মল চন্দ্র তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ ওবায়দুর রহমান,যুব নেতা মো.জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য.-দুস্থ রোগীদেরকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফযার কো সার্জন এর মাধ্যলমে উন্নত প্রযুক্তির কৃত্তিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হবে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ৫০ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ১৬৯ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় জনসাধারন, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্ বাংলা ব্যাং ক পিএলসি ‘র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন।