নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে ধানের চারার উপর দিয়ে ট্রাক্টর নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামের আক্কেল আলীর জমিতে এই ঘটনার জন্ম দেন ওই সমন্বয়ক। এরআগে ওই সমন্বক এলাকায় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
ইতোমধ্যে অভিযুক্ত সমন্বয়ক রুবাইয়ের বাবা সহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে। যা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত সম্পন্ন হয়েছে।
ভুক্তভোগী আক্কেল আলী জানান, সাবেক ছাত্রলীগ ক্যাডার রুবাই ইচ্ছা করে আমার ধান লাগানো জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়েছে। আশেপাশের চারদিকে সব জমি আমার। ওইদিকেও খালি জমি ছিল। তবু তারা আমার এই লাগানো জমির উপরদিয়েই ট্রাক্টর নিয়েছে। আমার ক্ষতি করবে বলেই এমনটা করেছে। আগে ছাত্রলীগ করলেও এখন আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বলে হুমকি দেয় এই রুবাই। আমি সাধারণ মানুষ আমি এই রুবাইয়ের বিচার চাই।
অভিযুক্ত বৈষম্য বিরোধী আন্দোলন কথিত সমন্বয়ক রুবাইয়ের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীগণ যোগাযোগ করলে সে জানায় জরুরি প্রয়োজনে এই দিক দিয়ে আমরা ট্রাক্টর নিয়েছি। আর যিনি অভিযোগ করছেন তিনি আমার দাদা হন।
খালি জমি থাকতে লাগানো জমির উপর দিয়ে কেন ট্রাক্টর নিলেন? এমন প্রশ্নে তিনি জানান, আমরা ধানের চারা তুলে তারপর ট্রাক্টর নিয়েছি। তবে ট্রাক্টর নেওয়ার সময় কি ভুক্তভোগীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি? এই প্রশ্নে তিনি জানান, অনুমতি নেওয়া হয়নি। তবে আমরা নিজেরা পরবর্তীতে চারাগুলো লাগিয়ে দিব।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, আমার কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।