জবি প্রতিনিধি:
দেশব্যাপি “জুলাই বিপ্লব ২০২৪” উদযাপনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজন করেছে একটি সেমিনার ও বির্তক প্রতিযোগিতা। শীর্ষক ছিল — “জুলাই বিপ্লব- ২০২৪’ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ সমস্যা ও উত্তরণ”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন, সভাপতি জবি শিক্ষক সমিতি।
“তিনি তাঁর বক্তব্যে সরকার কিভাবে স্বৈরাচার হয়ে উঠে সেটাকে বিশ্লেষণ করেন। তিনি বলেন আমরা সহযোগিতা করি বলে সরকার স্বৈরাচার হয়ে উঠে”। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর, জবি৷ অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, জবি শিক্ষক সমিতি।
অধ্যাপক ড. মোঃ আবু লায়েক পরিচালক, আইকিউএসি, জবি। এছাড়া আরও বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষকগন। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন শারমিন আক্তার প্রভাষক, আইন বিভাগ জবি। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া এবং আহত শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণ করেন। মোঃ রইছ উদ্দীন স্যার বলেন ” জুলাই আন্দোলন ছিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের অনেক শিক্ষক শিক্ষার্থীরা খুন, গুম, অত্যাচার নির্যাতন হয়েছেন৷ সকল বাঁধা উপেক্ষা করে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা রক্ষা করা আমাদেরই দায়িত্ব।
মানুষ হিসেবে আমরা কেউ ভুলে উর্ধে নই৷ আমাদের ভুল হতে পারে আপনারা ধরিয়ে দিবেন আমরা সেটা শুধরে নিবো৷ আমরা যেন কেউ সেই স্বৈরাচার মনোভাব পোষণ না করি৷ আমরা যে মতাদর্শে হই না কেনো আমাদের সবাইকে সহাবস্থান বজায় রাখতে হবে”। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস সচেতনতা ও সমসাময়িক রাজনীতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।