নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ এলাকা। ভারতের মেঘালয় থেকে নেমে আসা গনেশ্বরী নদী ও সাত শহীদের স্মৃতিবিজড়িত ‘মমিনের টিলা’ ঘিরে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করেন এই অঞ্চলে। তবে পর্যটন এলাকার প্রধান সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
লেংগুড়া থেকে ফুলবাড়ী বাজার হয়ে সাত শহীদ মাজার পর্যন্ত সড়কটির অবস্থা বর্তমানে ভয়াবহ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে গর্তগুলো রূপ নিচ্ছে জলাশয়ে। ফলে যানবাহন হেলেদুলে চলতে বাধ্য হচ্ছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বর্তমানে দেখা যায়, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা জানান, সড়কের করুণ অবস্থার কারণে দিন দিন পর্যটক কমে যাচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীদের জন্য এই সড়ক দিয়ে চলাচল এখন এক দুর্বিষহ অভিজ্ঞতা।
স্থানীয় এক দোকানদার বলেন, এখন বর্ষা চলছে। রাস্তায় গাড়ি চলে না, চলাচল করাই দায়। রোগী নেয়ার অবস্থা নেই, শিক্ষার্থীরাও কষ্টে স্কুলে যায়।
এ বিষয়ে কথা হলে কলমাকান্দা উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, লেংগুড়া-সাত শহীদ মাজার সড়কটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির সংস্কার না হলে লেংগুড়ার পর্যটন সম্ভাবনা মারাত্মক হুমকির মুখে পড়বে, পাশাপাশি জনজীবন হয়ে উঠবে আরও দুর্বিষহ।