নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে শহরের রজাকপুর দারুল ইমান ইসলামি স্কুল এন্ড মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস দাঃবাঃ এর সভাপতিত্বে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: হেলাল হাশেমীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম ও শায়খুল হাদীস আলহাজ মাওঃ মাহবুবুল ইসলাম কাসেমী (দা:বা:)।
আলোচনা সভা শেষে সদর থানা কমিটিতে সভাপতি মাও: শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মুফতি আব্দুল্লাহ সুবহান এবং পৌর কমিটিতে সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাও: ওয়ালীউল্লাহ সিদ্দিকীকে নির্বাচিত করে কমিটি অনুমোদন করা হয়।