জলঢাকা প্রতিনিধি:
প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নীলফামারী জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে অবশেষে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। যারা গুম, খুন ও দমন পীড়নের সঙ্গে সরাসরি জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
তিনি আরো বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।” শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিলকিস বেগম, নীলফামারী জেলা আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, সদস্য সৈয়দ আলী, আনিছুর রহমান কোকো, আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু), গোলাম মোস্তফা রঞ্জুসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা।