কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২২/২৩ সালের এসএসসি ও এইচএসসি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিস মৌলভীবাজারের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নেছা,বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, গবেষণা কর্মকর্তা, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা,আমিনা পারভীন, কমলগঞ্জ মাধ্যমিক কর্মকর্তা সামছুনাহার পারভিন, কালি প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র পাল নান্টু,সফাত আলী সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আলাউদ্দিন।
আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া, কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন,এ এ টিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী,বিএফ শাহীন কলেজের শিক্ষক রইছ উদ্দিন ডালি,সাংবাদিক নির্মল এস পলাশ ও শিক্ষার্থীদের পক্ষে বখতিয়ার বখ্ত প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী- শিক্ষক,সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।