বিশ্ববিদ্যালয়ে(ববি) :
অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহণ খাত সংস্কারের দাবিতে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টাই প্রশাসনিক ভবনের নীচ তলায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ গ্রহণকারী আইন বিভাগের শিক্ষার্থী জিছান হোসেন বলেন,“এটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না, এটা যেন কলেজের আপডেট ভার্সন।
ইন্টারিয়াম সরকার কি বরিশাল বিশ্ববিদ্যালয় চোখে দেখে না? আমাদের দাবি রাষ্ট্রপতি, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর । যদি দাবি মানা না হয়, তাহলে আমরা বরিশাল মহাসড়ক অবরোধ করব, প্রয়োজনে সচিবালয় ঘেরাও করব ।” রসায়ন বিভাগের শিক্ষার্থী আবুবকর বলেন,”আমাদের মূল দাবিগুলো হলো আবাসন সংকট নিরসন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি এবং পর্যাপ্ত পরিবহণ সুবিধা নিশ্চিত করা।
আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।” অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন,“একটা বিশ্ববিদ্যালয় হিসেবে যে-সব ন্যূনতম সুবিধা থাকা উচিত, তার অনেক কিছুই এখানে নেই। যদি আমরা অভিযোগের সব কিছু লিখতে শুরু করি, তাহলে কাগজ শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগ শেষ হবে না। যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন,“আমরা আমাদের ন্যায্য দাবি চাই। আশা করি ইন্টারিয়াম সরকার আমাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট দূর করবে। না হলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।”
উল্লেখ, গতকাল সোমবার শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে এই তিনটি দাবি উত্থাপন করেন: বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,জমি অধিগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি ও নিরাপদ ও পর্যাপ্ত পরিবহণ পুল নিশ্চিতকরণ।