নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাসেমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। কাসেম ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে লিখিত মুচলেকা দেন এবং জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এসময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মহাদেও নদ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।