দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: “বাংলাদেশে অসংখ্য হত্যাকান্ডসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এরমধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?” সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা সমাবেশে মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী’র এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে বড়বাজার শাহী মসজিদের সামনের সড়কে ‘সচেতন আলেম ও ছাত্র সমাজে’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এতে আলেম সমাজের পক্ষে বক্তব্য দেন, মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, ওলামা দলের নেতা হাফেজ মিসবাহুদ্দিন তালুকদার, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা, মুফতি আব্দুল্লাহ, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, মাওলানা আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান, হাফেজ সাইফুল্লাহ।

অপর পক্ষে বক্তব্য দেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, জেলা যুব দলের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা সেলিম আহমাদ সেলু ও নজরুল মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী পরিস্কারভাবে আদালত অবমাননা করেছেন। লুৎফুজ্জামান বাবরের বিষয়টি আদালতের মীমাংসিত। এ বিষয় নিয়ে তারা উদ্ভট বক্তব্য দিয়েছে। তারা চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে গিয়ে চাঁদাবাজির পথ সুগম রাখতে। এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদ যাত্রার নামে দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যা নেত্রকোনার ঘটনাই প্রমাণ। সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় এসে তার নামে মিথ্যা প্রচারনা চালানো নেত্রকোনাবাসীর আবেগে আঘাত হেনেছে। নেত্রকোনায় পরিকল্পিতভাবে একটি হাঙ্গামা সৃষ্টি করার অপচেষ্টা করা হয়েছে।

বক্তারা আরো বলেন, আপনারা (এনসিপি নেতৃবৃন্দ) গোপালগঞ্জে ট্যাংকের ভিতরে ঢুকে জীবন রক্ষা করেছেন। সাধারণ মানুষ আপনাদের রক্ষা করেছে। বাবর ভাই নেত্রকোনার আবেগ। তিনি (বাবর) শুধু নেত্রকোনার না, গোটা দেশের একজন গর্বিত নাগরিক। সাধারণ মানুষের আবেগে আঘাত করবেন না। কেন্দ্রীয় নির্দেশনা ছিল পরিবেশ নিয়ন্ত্রণে রাখার। তাই ধৈর্য ধরা হয়েছে, এটিকে দুর্বলতা ভাববেন না। অবিলম্বে এনসিপি’র মুখ্য সমন্নয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।

এ মানববন্ধনে আলেম ওলামা, সাধারণ ছাত্র জনতা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

দেশ জুড়ে পদযাত্রার অংশ হিসেবে গত ২৭ জুলাই নেত্রকোনা পথ সভায় এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version