নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) গ্রেফতারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে সোমবার রাতে পৌরশহরের দেওথান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের শহিদ মিয়ার ছেলে সজিবুল হক রব্বানি (২৫) ও মাইলোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে নির আলম (২৩)।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের দেওথান এলাকায় নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন নাসরিন আক্তার পারুল নামে এক নারী। গত রবিবার দুপুরে কিছু গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন তিনি। গাড়ি থেকে রাস্তায় সিলিন্ডারগুলো নামিয়ে এক এক করে ঘরে নিতে থাকেন। একপর্যায়ে দেখেন সেখান থেকে তিনটি সিলিন্ডার চুরি হয়ে যায়।
এ বিষয়ে পরদিন থানায় মামলা করেন ওই নারী। ঘটনা তদন্তে নামেন থানার এসআই রবিউল আওয়াল। পরে রহস্য উদঘাটন করে গত সোমবার রাতে ওই দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের দেওয়া তথ্যে চুরি যাওয়া তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী মোহনগঞ্জ থানার এসআই রবিউল আওয়াল বলেন, তদন্তে গিয়ে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। এতে ওই দুজনকে একটি অটোরিকশায় করে গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে যেতে দেখা যায়। পরে সোমবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তারা গ্যাস সিলিন্ডারগুলো উপজেলা পরিষদের সামনের একটি দোকানে বিক্রি করেছেন বলে জানায়। পরে ওই দোকান থেকে গ্যাস সিলিন্ডারগুলো উদ্ধার করা হয়।
এসআই রবিউল আওয়াল আরো বলেন, আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।