কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার এর বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার। সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, ইউআরসি ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জ, বিএনপি নেতা ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, কমলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার শোকরানা নান্না, প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলী, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, সালেহা মাহমুদ, সাজ্জাদুল হক স্বপন, মিজানুর রহমান, সহকারী শিক্ষক আজিজুর রহমান, রানা সিনহা, মসুদ আহমদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার ছিলেন একজন বিচক্ষণ কর্মকর্তা, তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। প্রত্যেক বিদ্যালয়ে পরিদর্শন ও দিক নির্দেশনায় বিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। যেকোন বিষয় আন্তরিক ভাবে সমাধান করেছেন। এজন্য প্রাথমিক পরিবার ও কমলগঞ্জ উপজেলার হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারকে মানপত্র, সম্মানা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।