জবি প্রতিনিধি: দেশব্যাপী “জুলাই বিপ্লব ২০২৪” উদযাপনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজন করেছে একটি সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা। শীর্ষক ছিল — “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সিত্তুল মুনা হাসান, যিনি তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবকে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন। তিনি জুলাই বিপ্লবের পটভূমি, বিদ্যমান বৈষম্যের সুযোগ ও চ্যালেঞ্জগুলোর বিশ্লেষণ তুলে ধরেন।
অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান।
অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া এবং আহত শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। পরিশেষে প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।এ আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস সচেতনতা ও সমসাময়িক রাজনীতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।