সুনামগঞ্জ প্রতিনিধি:
গ্রামীন জনগনের জন্য স্বাস্থ্য সেবা গ্রহনযোগ্য ও সহজলভ্য করতে ৬ হাজার গ্রামীন জনগোষ্ঠীর জন্য ০১ টি করে কমিউনিটি ক্লিনিক স্হাপনের পরিকল্পনা করার মধ্য দিয়ে দরিদ্র সুবিধাবঞ্চিত মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের সেবা আরো উন্নত করার লক্ষ্যে মাঠকর্মী সহ অন্যান্য প্রতিষ্ঠানের ব্যক্তিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিকে সেবাদান কার্যক্রম জোড়দান ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ২৮ জুলাই (সোমবার) দুপুরে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও কমিউনিটি ক্লিনিকের পরিচালক ও মাঠ প্রশাসন ড: আসিফ মাহমুদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: আক্তারুজ্জামান।
উম্মুক্ত আলোচনায় সময় আরো বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল আনিসুজ্জামান, কনজুমার এসোসিয়েশন (ক্যাব) এর সভাপতি জামিল চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, সিভিল সার্জন ( অব:) আশুতোষ দাস, সৈয়দ মনোয়ার আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজির আহমদ সুজন, সাংবাদিক শাহজাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, প্রমুখ।