ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ সাতার প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হলো বরিশাল মেরিন একাডেমির সুইমিংপুলে। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সুইমিংপুল না থাকায় প্রতিযোগিতার আয়োজনের জন্য এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুল না থাকায় প্রতিবছরই ভেন্যু পরিবর্তন করতে হয়।
এতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বরি বরিশাল বিশ্ববিদ্যালয়ে লিংকারস ইন বরিশাল ইউনিভার্সিটি ফেসবুক পেজে একাধিক শিক্ষার্থীর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ববির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহমেদ মুন্না বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পরও এমন একটা অনুষ্ঠান করতে হলে , অন্য একটা প্রতিষ্ঠানে যেতে হয় , এটা আমাদের জন্য লজ্জার। এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তাছাড়া এটা একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় এখানে একটা সুইমিংপুল নেই , একটা প্রোগ্রাম করতে অন্য একটা জায়গায় যেতে হয় শিক্ষার্থী হিসাবে এটা লজ্জার।
ববির আইন বিভাগের শিক্ষার্থী মো:মোরছালিন মৃধা বিজয় বলেন, একটি বিশ্ববিদ্যালয় হয়েও এখানে একটি সুইমিংপুল নাই। সাঁতার প্রতিযোগিতার জন্য মেরিন একাডেমীর সুইমিংপুলের এর সাহায্য লাগে। ইহা একটি বিশ্ববিদ্যালয় এর জন্য লজ্জার। ববির গণিত বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, নিজস্ব ক্যাম্পাসে সুইমিং পুল না থাকায় আমাদের মেরিন একাডেমিতে গিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে হয়েছে।
এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের জন্য খুবই লজ্জাজনক ও হতাশাজনক। দীর্ঘদিনেও এমন একটি মৌলিক অবকাঠামো তৈরি না হওয়া প্রশাসনের অব্যবস্থাপনার চিত্রই তুলে ধরে। ববির শারীরিক শিক্ষা বিভাগের ডিরেক্টর ড. নাহিদা আক্তার বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের যতটুকু ফ্যাসিলিটিস আছে সেই অনুযায়ী পরিচালনা করেছি , তবে বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরে অনেক কিছুই আছে অনেক কিছুই নাই , ধীরে ধীরে অনেক কিছুই হচ্ছে আরও অনেক কিছুই হবে। আস্তে ধীরে সবকিছুই হবে আমরা সেই আশাবাদী।