জলঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় নীলফামারীর জলঢাকায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুলাই) জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোছাঃ মাফরুহা আক্তারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব), আশরাফ-উজ-জামান সরকার, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ টাকা ও ক্রেষ্ট তুলে দেয় অতিথিবৃন্দরা।