জলঢাকা:
জাতীয় শিক্ষাঙ্গনে আত্মত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্মরণে দোয়া ও কবর জিয়ারতের আয়োজন করেছে নীলফামারী জেলা শিক্ষা পরিবার। শুক্রবার ( ২৫ জুলাই) বিকাল বেলা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে মরহুমা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান এর নেতৃত্বে জেলার সকল মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা (দাখিল, আলিম, ফাজিল) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার বলেন, “শিক্ষিকা মাহেরীন চৌধুরী ছিলেন এক সাহসিনী, যিনি নিজের জীবন দিয়ে অনেক শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন। তাঁর এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, সহকারী শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনতে গিয়ে প্রাণ হারান মাহেরীন চৌধুরী। তার এই আত্মত্যাগ জাতীয়ভাবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।