টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত মেহেনাজ আক্তার হুমায়রার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। রবিবার বেলা বারোটায় তিনি সখিপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামে নিহত হুমায়রার বাড়িতে গিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,সখীপুর উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমূখ।
নিহত হুমায়রা মাইলস্টোন কলেজের বাংলা বিভাগের প্রভাষক উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ওই স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা নিহত হয় ।