নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুর্বঘোষিত পদযাত্রা প্রতিহত করতে ফেসবুকে পোষ্ট করেন মো. হুমায়ুন কবির (৩৬) নামে এক যুবলীগ নেতা। সেই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তাকে নিজ ইউনিয়নের খানপাড়া এলাক থেকে আটক করা হয়।
আটককৃত মো. হুমায়ুন কবির নেত্রকোনার পুর্বধলা উপজেলা খলিশাউড় পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নারে ছুটু মিয়ার ছেলে। সে খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির গত শনিবার (২৬ জুলাই) রাতে @Humayun Kabir নামের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে এক পোস্টে এনসিপি’র সমাবেশ প্রতিহত করার আহবান জানান। তার এই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নাশকতার আশঙ্কায় পুলিশ সক্রিয় হয়।
এ বিষয়ে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী খান পাঠান বলেন, সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট ও সমাবেশে নাশকতার পরিকল্পনার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।