নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়েছে- স্বাধীনতাপন্থী, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা রক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে।
রবিবার (২৭ জুলাই দুপুরে “জুলাই পদ যাত্রার” অংশ হিসেবে নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্থ কালেক্টরেট মাঠে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নেত্রকোনা হাওর-বাওর অধ্যুষিত এলাকা। নেত্রকোনাতে বন্যা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা রয়েছে। শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ও কর্মসংস্থানের অভাব রয়েছে। এনসিপি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান অধিকার নিশ্চিত হবে। নেত্রকোনার মানুষের বন্যা ও দুর্যোগের বেহাল লাঘবে টেকশই ব্যবস্থার জন্য জাতীয় নাগরিক পার্টি কথা বলবে।
এছাড়াও এ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনী।
এ পথসভায় মঞ্চে উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম-আহবায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।